নোটিশ বোর্ড

সম্মানিত অতিথিগণ বিশ্বব্যাপী মহামারীর ন্যায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে নিরাপদ থাকতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা মেনে চলুন। আতঙ্কিত না হয়ে সচেতন হওন। নিজে নিরাপদ থাকুন, আপনার পরিজনকে নিরাপদ রাখুন।

গান শুনুন

Print

তোমার সজল চোখে লেখা মধুর গজল

{tab=বাণী}

তোমার সজল চোখে লেখা মধুর গজল গান।
চেয়ে চেয়ে তাই দেখে গো আমার দু’নয়ান।।
	আমার পুঁথির আখর যত
	তোমার মালার মোতির মত,
তাই দেখি আর পাঠ ভুলে যাই, আকুল করে প্রাণ।।
যেমন	বুলবুলি আর রঙিন গোলাব
	লায়লী-মজনু দুইজনে ভাব,
ওদের প্রেমে ধূলির ধরা হল গুলিস্তান।।

নাটিকা: ‘লায়লী-মজনু’

{tab=রাগ ও তাল}

রাগঃ

তালঃ ফের্‌তা (দ্রুত-দাদ্‌রা ও কাহার্‌বা)

{tab=স্বরলিপি}

 

{/tabs}

Print

তুমি আমারে কাঁদাও নিজেরে আড়াল রাখি

{tab=বাণী}

তুমি আমারে কাঁদাও নিজেরে আড়াল রাখি',
তুমি চাও আমি নিশি-দিন যেন তব নাম ধরে ডাকি।।
হে লীলা-বিলাসী অন্তরতম, অন্তর-মধু চাও বুঝি মম
গোপনে করিতে পান, ওগো বঁধু, অন্তরালে সে থাকি।।
বিরহ তোমার ছল, কেন নাহি বুঝি!
আমাতে রহিয়া কাঁদাও আমারে তবু কেন মরি খুঁজি'।
ভুলিয়া থাকি সুখের মোহে তাই বুঝি প্রিয় কাঁদাও বিরহে —
বন্ধু, ওগো বন্ধু;
তুমি অন্তরে এলে রাজ-সমারোহে নয়নেরে দিয়ে ফাঁকি।।

{tab=রাগ ও তাল}

রাগঃ দেশ-খাম্বাজ

তালঃ দাদ্‌রা

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=CfTKIIAh-b4

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

ডাল মেল পত্র মেল ওরে তরুলতা

{tab=বাণী}

ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা!
কইতে পার, কইতে পার আমার প্রাণের বন্ধু গেল কোথা (রে)।।
	ও তরু, তোর পাতার কোলে
	ফোটা ফুলের হাসি দোলে (রে)।
সে কি তোর কুসুমের মালা গলে বসেছিল হোথা (রে)।।
	তোর ফুল ঝরে যে যথা
	তোর ছায়া থাকে যথা।
ঢেউ-এর মালা গলায় পরে নাচিস নদী জল,
তরী বেয়ে বন্ধু আমার কোথায় গেল বল।
	চাঁদের তিলক প’রে আকাশ
	হেসে হেসে কেন তাকাস্?
তোর চাঁদ কি জানে, মোর আকাশের চাঁদেরই বারতা।।

{tab=রাগ ও তাল}

রাগঃ

তালঃ দ্রুত-দাদ্‌রা

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=t7ma_7bX0Q4

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

ঝুলে কদমকে ডারকে ঝুলনা পে

{tab=বাণী}

ঝুলে কদমকে ডারকে ঝুলনা পে কিশোরী কিশোর।
দেখে দোউ এক এককে মুখকো চন্দ্রমা চকোর,
য্যায়সে চন্দ্রমা চকোর হোকে প্রেম নেশা বিভোর।।
মেঘ মৃদং বাজে ওহি ঝুলনাকে ছন্দ্‌ মে
রিম্‌ঝিম্‌ বাদর বরসে আনন্দ্‌ মে,
দেখনে যুগল শ্রীমুখ চন্দকো গগন ঘেরি ঘনঘটা ঘোর।।
নব নীর বরসনে কো চাতকিনী চায়
ওয়সে গোপী ঘনশ্যাম দেখ তৃষ্ণা মিটায়,
সব দেবদেবী বন্দনা গীত গায় — 
ঝরে বরসামে ত্রিভুবনকি প্রেমাশ্রুলোর।।

{tab=রাগ ও তাল}

রাগঃ

তালঃ কাহার্‌বা

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

ঝাঁপিয়া অঞ্চলে কেন বিধুবদন অবনত

{tab=বাণী}

ঝাঁপিয়া অঞ্চলে কেন বিধুবদন অবনত কাঁদে নয়ান।
অভিমান পরিহর হরি-হৃদি বিহারিণী প্রেম দিয়া জুড়াও এ প্রাণ।
তুয়া বিনা নয়নে অন্যে না হেরি
একই রাধা আছে ত্রিভুবন ঘেরি’
(আমি রাধা ছাড়া জানি’ না
অনন্ত বিশ্বে রাধারই রূপধারা,
রাধা ছাড়া দেখি না)
ভৃঙ্গার ভরি’ তুমি শৃঙ্গার রস
করাও পান, তাই হই যে অবশ।।
তুমি রাধা হয়ে মধু দিলে মাধব হই,
তুমি ধারা হয়ে নামিলে সৃষ্টিতে রই
রাধা, সকলি তোমার খেলা
তবে কেন কর অভিমান, কেন কর হেলা।
প্রতি দেহ-বিম্বে তোরি
পদতলে হর হয়ে রহি তাই ছবি।
হরিরত হর-জ্ঞান মহামায়া হরিলী
(এ যে) তোমারই ইচ্ছা, আমি নিজে নিজে রূপ ধরিণী।
ভোল মানের খেলা
দূরে থেকোনা, দাও চরণ ভেলা
আমি তরে’ যাই, তরে’ যাই
রাধা-প্রেম যমুনায় ডুবিয়া মরে’ যাই।।

পাঠান্তর : রেকর্ডের জন্য কবি এই গানটির বহু অংশ বর্জন করেন।বর্জিত অংশগুলো এই:
গলে দিয়া পীতধড়া গো, পদতলে দিয়া শিখী-চূড়া গো
পদযুগ ধরিয়া চাহি ক্ষমা, ক্ষম অপরাধ প্রিয়তমা!
হরি-মনোরমা ক্ষমা কর গো।।
তব প্রেমে অবগাহন করি সব দাহন চিরতরে জুড়াব
কল্প-কদম-তরু-তলে চিরদিন তোমার প্রেম-কণা কেশর কুড়াব।।

{tab=রাগ ও তাল}

রাগঃ

তালঃ ফের্‌তা (ছোট দশকোশী ও কাহার্‌বা)

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=FysLhi2GRBA

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

গাহে আকাশ পবন নিখিল ভুবন

{tab=বাণী}

গাহে আকাশ পবন নিখিল ভুবন (গাহে) তোমারই নাম।
সাগর নদী বন উপবন (গাহে) তোমারই নাম।।
	মধুর তোমার গানের নেশায়
	ঘোর লাগে ঐ গ্রহ-তারায়,
অনন্ত কাল ঘুরিয়া বেড়ায় — ঘিরি’ অসীম গগন।।
	তোমার প্রিয় নামে, হে বঁধূ,
	ফুলের বুকে পুরে মধু।
	তোমার নামের মাধুরি মাখি’
	গান গেয়ে যায় বনের পাখি,
নিখিল পাগল ও নাম ডাকি’ — কোটি চন্দ্র তপন।।

{tab=রাগ ও তাল}

রাগঃ

তালঃ কাহার্‌বা

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=zvsDSmu2ftE

{tab=স্বরলিপি}

{/tabs}

লগইন

বাণী দেখা হয়েছে

গানের বাণী দেখা হয়েছে 4817522 বার

ওয়েব সাইটটি দেখা হয়েছে

ওয়েব সাইটটি দেখা হয়েছে 7124514 বার