তোমার সজল চোখে লেখা মধুর গজল
{tab=বাণী}
তোমার সজল চোখে লেখা মধুর গজল গান। চেয়ে চেয়ে তাই দেখে গো আমার দু’নয়ান।। আমার পুঁথির আখর যত তোমার মালার মোতির মত, তাই দেখি আর পাঠ ভুলে যাই, আকুল করে প্রাণ।। যেমন বুলবুলি আর রঙিন গোলাব লায়লী-মজনু দুইজনে ভাব, ওদের প্রেমে ধূলির ধরা হল গুলিস্তান।।
নাটিকা: ‘লায়লী-মজনু’
{tab=রাগ ও তাল}
রাগঃ
তালঃ ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)
{tab=স্বরলিপি}

{/tabs}






