ওগো পিয়া তব অকরুণ ভালোবাসা
{tab=বাণী}
ওগো পিয়া তব অকরুণ ভালোবাসা। অন্তরে দিল বিপুল বিরহ, কবিতায় দিল ভাষা।। মোর গানে দিল সুর করুণ ব্যথা বিধুর, বাণীতে দিল সুদূর স্বর্গের পিপাসা।। তুমি ভালো করিয়াছ ভালোবাস নাই মোরে, রাখ নাই ধ’রে আমারে তোমার ক’রে। মম বিরহের বেদনাতে তাই ত্রিভুবন কাঁদে সাথে, ভুলেছি সবারে চেয়ে তোমারে পাবার আশা।।
{tab=রাগ ও তাল}
রাগঃ
তালঃ দাদ্রা
{tab=ভিডিও}
http://www.youtube.com/watch?v=fF2X_YKFbLM
{tab=স্বরলিপি}

{/tabs}





