নোটিশ বোর্ড

সম্মানিত অতিথিগণ বিশ্বব্যাপী মহামারীর ন্যায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে নিরাপদ থাকতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা মেনে চলুন। আতঙ্কিত না হয়ে সচেতন হওন। নিজে নিরাপদ থাকুন, আপনার পরিজনকে নিরাপদ রাখুন।

গান শুনুন

Print

ধীরে ধীরে আসি'

{tab=বাণী}

(সে) ধীরে ধীরে আসি'
আধো ঘুমে বাজাল বাঁশি।
	ফুল-রাখি দিল বাঁধি হাসি।।
জাগিয়া নিশি-ভোরে
না হেরি বাঁশির কিশোরে,
	চাঁদ-তরী বেয়ে গেল ভাসি।।

{tab=রাগ ও তাল}

রাগঃ দেশি টোড়ি

তালঃ ত্রিতাল

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=Ezxn4U6Jd38

http://www.youtube.com/watch?v=gue-n70iHbo

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

ধীরে যায় ফিরে ফিরে চায়

{tab=বাণী}

ধীরে যায় ফিরে ফিরে চায়।
চলে নব অভিসারে, ভীরু কিশোরী,
ওঠে পাতাটি নড়লে সে চম্‌কে।।
হরিণ নয়নে সভয় চাহনি,
আসিছে কে যেন দেখিবে এখনি
পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে,
আপন ছায়া হেরি ওঠে গা ছম্‌কে॥
‘চোখ গেল চোখ গেল’ ডাকে পাপিয়া
শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া;
হায়, যার লাগি এত, কোথায় সে
ঝিল্লি-রবে ভাবে কেউ হবে
বনে ফুল ঝরার আওয়াজে দাঁড়ায় সে থম্‌কে॥

{tab=রাগ ও তাল}

রাগঃ পাহাড়ী

তালঃ সেতারখানি

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=uBAfj5UjD4U

http://www.youtube.com/watch?v=tg3pVDa5MG8

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে

{tab=বাণী}

ধীরে বহ ভোরের হাওয়া ধীরে বহ ধীরে
ঘুমায়ে রয়েছে প্রিয়া এই পিয়াল নদীর তীরে।।
	যে ফুল ঝরিল ভোর রাতে
	সে ঘুমায় তাহার সাথে
	ঝরাপাতার মন্দিরে।।
শান্ত উদাস আকাশ নীরবে আছে চেয়ে'
ধীরে বহ নদী সকরুণ গান গেয়ে।
	ছলছল চোখে শুকতারা
	হেরিছে পলক-হারা
	তার বিদায় বেলার সঙ্গীরে।।

{tab=রাগ ও তাল}

রাগঃ

তালঃ দাদ্‌রা

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=9WYY92-A2o0

http://www.youtube.com/watch?v=hzLbPrTwZf8

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি

{tab=বাণী}

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি
সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।।
পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যাঁরা
মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি-ধারা
উচ্চ-নীচের ভেদ ভাঙি দিল সবারো বক্ষ পাতি’।।
কেবল মুসলমানের লাগিয়া আসেনি’ক ইসলাম
সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম
আমির ফকিরে ভেদ নাই — সবে ভাই, সব এক সাথি।।
নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর্‌ সম অধিকার
মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার।
আধার রাতির বোরখা উতারি এনেছি আশার-ভাতি।।

{tab=রাগ ও তাল}

হামদ্‌ নাত

তালঃ দ্রুত-দাদ্‌রা

{tab=অডিও}

শিল্পীঃ

{saudioplayer}Song12/unidentified_dharmer_pathe.mp3{/saudioplayer}

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=lGDTUCcjy0I

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

ধুলি-পিঙ্গল জটাজুট মেলে

{tab=বাণী}

	ধূলি-পিঙ্গল জটাজুট মেলে।
	আমার প্রলয় সুন্দর এলে॥
	পথে-পথে ঝরা কুসুম ছাড়ায়ে
	রিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,
	গৈরিক উত্তরী গগনে উড়ায়ে —
	রুদ্ধ ভবনের দুয়ার ঠেলে॥
	বৈশাখী পূর্ণিমা চাঁদের তিলক
		তোমারে পরাব,
মোর 	অঞ্চল দিয়া তব জটা নিঙাড়িয়া
		সুরধুনী ঝরাব।
	যে-মালা নিলে না আমার ফাগুনে
	জ্বালা তারে তব রূপের আগুনে,
	মরণ দিয়া তব চরণ জড়াব
	হে মোর উদাসীন, যেয়ো না ফেলে॥

{tab=রাগ ও তাল}

রাগঃ শুদ্ধ সারং

তালঃ ত্রিতাল

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=ILP7KBnPtvk

http://www.youtube.com/watch?v=_Gx9GRpiIUE

http://www.youtube.com/watch?v=59DNExJC__w

http://www.youtube.com/watch?v=ct1RXRS4GeQ

{tab=স্বরলিপি}

{/tabs}

লগইন

বাণী দেখা হয়েছে

গানের বাণী দেখা হয়েছে 4817522 বার

ওয়েব সাইটটি দেখা হয়েছে

ওয়েব সাইটটি দেখা হয়েছে 7124540 বার