শুক্লা জোছনা তিথি ফুল্ল পুষ্পবীথি
{tab=বাণী}
শুক্লা জোছনা তিথি, ফুল্ল পুষ্পবীথি গন্ধ-বন-গীতি আকুল উপবন। চিত্ত স্মপ্নাতুর, তঙ্গ চুর চুর মাগে হৃদি-পুর সুন্দর-পরশন।। চন্দন-গন্ধিত মন্দ দখিনা-বায় নন্দন-বাণী ফুলে ফুলে ক’য়ে যায়, তনুমন জাগে রাঙা অনুরাগে, মনে লাগে আজ (আজি মাধবী) বাসর-জাগরণ।।
নাটকঃ ‘সাবিত্রী’
{tab=রাগ ও তাল}
রাগঃ গৌড়-সারং
তালঃ কাওয়ালি
{tab=স্বরলিপি}

{/tabs}






