নোটিশ বোর্ড

সম্মানিত অতিথিগণ বিশ্বব্যাপী মহামারীর ন্যায় ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে নিরাপদ থাকতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশনা মেনে চলুন। আতঙ্কিত না হয়ে সচেতন হওন। নিজে নিরাপদ থাকুন, আপনার পরিজনকে নিরাপদ রাখুন।

গান শুনুন

Print

আজো কাঁদে কাননে কোয়েলিয়া

{tab=বাণী}

আজো কাঁদে কাননে কোয়েলিয়া।
চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া।।
প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়,
প্রাণ-প্রদীপ মোর হের গো নিভে যায়,
বিরহী এসো ফিরিয়া।।
তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন
মালার ফুল মোর ধূলায় হ’ল মলিন
জনম গেল ঝুরিয়া।।

{tab=রাগ ও তাল}

রাগঃ কেদারা/হাম্বির

তালঃ ত্রিতাল

{tab=অডিও}

শিল্পীঃ পিন্টু ভট্টাচার্য্য

{saudioplayer}Song1/ajo_kande kanone_pbintu_bhatt.mp3{/saudioplayer}

{tab=স্বরলিপি}

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=rGiOA4NQ0PE

http://www.youtube.com/watch?v=roANnqAjVGw

{/tabs}

Print

আজি মনে মনে লাগে হোরী

{tab=বাণী}

আজি মনে মনে লাগে হোরি
আজি বনে বনে জাগে হোরি।।
ঝাঁঝর করতাল খরতালে বাজে
বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে
লচকিয়া আসে মুচকিয়া হাসে
প্রেম-উল্লাসে শ্যামল গোরী।।
কদম্ব তমাল রঙে লালে লাল
লাল হলো কৃষ্ঞ ভ্রমর ভ্রমরী
রঙের উজান চলে কালো যমুনা-জলে
আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী।।
মোর হৃদি-বৃন্দাবন যেন রাঙে
রাধা শ্যাম-যুগল চরণ-রাগে
ও চরণ-ধূলি যেন ফাগ হ’য়ে নিশিদিন
অন্তরে পড়ে মোর ঝরি’।।

{tab=রাগ ও তাল}

রাগঃ পিলু-খাম্বাজ

তালঃ আদ্ধা

{tab=অডিও}

শিল্পীঃ ইলা বসু

{saudioplayer}Song1/aji_mone_mone_ela_basu.mp3{/saudioplayer}

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=MFUOvnFyGFc

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

{tab=বাণী}

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
আমার কথার ফুল গো,
আমার গানের মালা গো-
কুড়িয়ে তুমি নিও।।
আমার সুরের ইন্দ্রধনু
রচে আমার ক্ষণিক তনু,
জড়িয়ে আছে সেই রঙে মোর
অনুরাগ অমিয়।।
আমার আঁখি-পাতায় নাই দেখিলে
আমার আঁখি-জল,
আমার কণ্ঠের সুর অশ্রুভারে
করে টলমল।
আমার হৃদয়-পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেঁদে ফিরে,
সেই ভ্রমরের কাছে আমার
মনের মধু পিও।।

{tab=রাগ ও তাল}

রাগঃ শিবমত–ভৈরব

তালঃ দাদ্‌রা

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=QpNjxGKyJik

http://www.youtube.com/watch?v=o0Qnz8hNhSI

{/tabs}

Print

অনেক ছিল বলার যদি সেদিন

{tab=বাণী}

অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে গো।
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্‌তে গো।।
আজিকে মহাসাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে
ঝরা–পাতা হারায় যথা, সেই আঁধারে ভাস্‌তে গো।।
গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজ্‌কে
কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায়–বেলার সাঁঝ্‌কে।
আস্‌তে যদি হে অতিথি
ছিল যখন শুক্লা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী–চাঁদ হাস্‌তে।।

{tab=রাগ ও তাল}

রাগঃ

তালঃ কাহার্‌বা

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=CuwGFALu8fg

http://www.youtube.com/watch?v=fSSPIgjkCeg

{tab=স্বরলিপি}

 

{/tabs}

Print

অনাদি কাল হতে অনন্তলোক

{tab=বাণী}

অনাদি কাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
আকাশ–বাতাস রবি–গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়।।
সমুদ্র–কল্লোল নির্ঝর–কলতান –
হে বিরাট, তোমার উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়।।
তব নামের বাজায় বীণা বনের পল্লব
জনহীন প্রান্তর স্তব করে, নীরব।
সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারি জয়।।
আলোকের উল্লাসে, আঁধারের তন্দ্রায়
তব জয়গান বাজে অপরুপ মহিমায়,
কোটি যুগ–যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়।।

{tab=রাগ ও তাল}

রাগঃ ধানি

তালঃ ত্রিতাল

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=i448hhd7llE

{tab=স্বরলিপি}

{/tabs}

Print

অরুণ-কান্তি কেগো যোগী ভিখারী

{tab=বাণী}

অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি।
নীরবে হেসে গাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি ॥
রাস-বিলাসিনী আমি আহিরিণী
শ্যামল কিশোর রূপ শুধু চিনি,
অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ
হে গিরিজাপতি! কোথা গিরিধারী ॥
সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব,
		আমি ব্রজবালা।
হে শিব সুন্দর, বাঘছাল পরিহর, ধর নটবর-বেশ
		পর নীপ-মালা।
নব মেঘ-চন্দনে ঢাকি’ অঙ্গজ্যোতি
প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন-পতি
পার্বতী নহি আমি, আমি শ্রীমতী
বিষাণ ফেলিয়া হও বাঁশরি-ধারী ॥

{tab=রাগ ও তাল}

রাগঃ আহীর ভৈরব

তালঃ ত্রিতাল

{tab=স্বরলিপি}

{tab=ভিডিও}

http://www.youtube.com/watch?v=oGEEGja7VQI

{/tabs}

লগইন

বাণী দেখা হয়েছে

গানের বাণী দেখা হয়েছে 4817522 বার

ওয়েব সাইটটি দেখা হয়েছে

ওয়েব সাইটটি দেখা হয়েছে 7124518 বার