আজো কাঁদে কাননে কোয়েলিয়া
{tab=বাণী}
আজো কাঁদে কাননে কোয়েলিয়া। চম্পা কুঞ্জে আজো গুঞ্জে ভ্রমরা, কুহরিছে পাপিয়া।। প্রেম-কুসুম শুকাইয়া গেল হায়, প্রাণ-প্রদীপ মোর হের গো নিভে যায়, বিরহী এসো ফিরিয়া।। তোমারি পথ চাহি হে প্রিয় নিশিদিন মালার ফুল মোর ধূলায় হ’ল মলিন জনম গেল ঝুরিয়া।।
{tab=রাগ ও তাল}
রাগঃ কেদারা/হাম্বির
তালঃ ত্রিতাল
{tab=অডিও}
শিল্পীঃ পিন্টু ভট্টাচার্য্য
{saudioplayer}Song1/ajo_kande kanone_pbintu_bhatt.mp3{/saudioplayer}
{tab=স্বরলিপি}

{tab=ভিডিও}
http://www.youtube.com/watch?v=rGiOA4NQ0PE
http://www.youtube.com/watch?v=roANnqAjVGw
{/tabs}





