রূপের কুমার জাগো নিশি হয় অবসান
{tab=বাণী}
রূপের কুমার জাগো, নিশি হয় অবসান। গাহিছে আলোক কুমারীরা, শোন ঘুম-ভাঙানিয়া গান।। তুমি জাগিছ না বলি’ ফোটে না আলোর কলি, তব ঘুমন্ত আঁখির পাতায় ঘুমায় আলোর প্রাণ।।
নাটিকাঃ ‘লায়লী-মজনু’
{tab=রাগ ও তাল}
রাগঃ
তালঃ ত্রিতাল
{tab=স্বরলিপি}

{/tabs}






